Barak UpdatesHappeningsBreaking News
মানসিক স্বাস্থ্য দিবসে শিলচরে পথনাটক

ওয়েটুবরাক, ১০ অক্টোবরঃ মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সোমবার শিলচর শহরের বিভিন্ন স্থানে পথনাটক প্রদর্শন করে এনজিও বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি। সহায়তায় ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটির ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম এবং ন্যাশনাল হেলথ মিশন। শিলচর জেলাশাসকের অফিসের সামনে থেকে এ দিনের কর্মসূচি শুরু হয়। শিলচর রেলস্টেশন এবং রাঙিরখাড়ি পয়েন্টেও একই নাটক পরিবেশিত হয়।
Video Player
00:00
00:00
নাটক প্রদর্শনের মধ্যেই বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা দর্শকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিলি করেন। মানসিক স্বাস্থ্য এবং মানসিক রোগীদের ব্যাপারে নানা তথ্য তুলে ধরেন তাঁরা। ধন্যবাদ জ্ঞাপন করেন সোসাইটির এগজিকিউটিভ ডিরেক্টর গৌরব চন্দ।