Barak UpdatesHappeningsBreaking News
মানসিক প্রতিবন্ধী, ভিখারি মায়ের পাশে সক্ষম-হেল্পিং হ্যান্ড
21 এপ্রিলঃ রাস্তাতেই দিন কাটছিল মানসিক প্রতিবন্ধী মহিলার। রাত কাটাতেন রংপুরে সদরঘাট সেতুর নীচে। কখন যে কার কুনজরে পড়ে যান। অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তিনদিন আগে স্থানীয় জনতা এবং ট্রাফিক অফিসার শান্তনু দাসের সাহায্যে প্রসবযন্ত্রণায় কাতর মহিলাকে শিলচর সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মা-মেয়ে এখন হাসপাতালেই চিকিতসাধীন। মঙ্গলবার সকালে তাদের দেখতে যান সক্ষম ও হেল্পিং হ্যান্ড ফোরাম গ্রেটার শিলচরের এক প্রতিনিধি দল।
তাঁর হাতে তুলে দেন শিশুখাদ্য, মায়ের খাবার, কাপড়চোপড় ইত্যাদি। যে মহিলা হাসপাতালে তাঁদের দেখভাল করছেন, তাঁকেও একটি কাপড় প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন সক্ষমের সভাপতি ডা. প্রসেনজিত ঘোষ, নারায়ণী দেব ভাওয়াল, বিশ্বরাজ চক্রবর্তী, অনুপম পাল, রত্নদীপ ঘোষ, মনোজিতকুমার সিংহ, বিমল সিনহা। সে সময় উপস্থিত ছিলেন শিলচর সিভিল হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা. এ বর্মনও। মা ও নবজাতকের জন্য ওইসব সামগ্রী মূলত প্রদান করেন হেল্পিং হ্যান্ড গ্রুপের সদস্য মিঠুন পাল। এ দিন মিঠুনবাবুর জন্মদিন। উপস্থিত সবাই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।