Barak UpdatesHappenings
মানবাধিকার দিবসে দর্মিখালে লায়ন্স ভ্যালিভিউর সচেতনতা সভা

ওয়ে টু বরাক, ১০ ডিসেম্বর ঃ আজ ‘বিশ্ব মানবাধিকার দিবস’ উপলক্ষে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালিভিউ-র উদ্যোগে এবং ক্লাব ভুবন ভিউ-র সহযোগিতায় দর্মিখাল হাইস্কুলে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি রতিশ চন্দ্র সরকার।প্রায় ২০০ ছাত্রছাত্রীর উপস্থিতিতে সভায় লায়ন্স ডিস্ট্রিক্ট 322G-র জোন চেয়ারপার্সন সঞ্জীব রায় এই দিনটি পালনের গুরুত্ব তথা রাষ্ট্সংঘের উদ্যোগে এই দিনটি চালু করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
মুখ্য বক্তা তথা মানবাধিকার কর্মী সাদিক মহম্মদ লস্কর প্রাঞ্জল ভাষায় ছাত্রছাত্রীদের মৌলিক অধিকারের বিষয়ে অবগত করান এবং মানবাধিকার লঙ্ঘন ও এর বিরুদ্ধে পদক্ষেপের কথা তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্দিতা ত্রিবেদী রায়, শিক্ষক সমীরণ রায় ও প্রিয়দ্ধজ সিংহ প্রমুখ। উপস্থিত ছিলেন দোলন কুমার রায়, জ্যোতি রানি দাস, রীণা রানি রায়, দময়ন্তী বর্মন, রাজকুমার রায়, শিবু রায় প্রমুখ। সভাটি সুন্দর ও সুষ্ঠভাবে পরিচালনা করেন ক্লাব ভ্যালিভিউ-র সাধারণ সম্পাদক অনুপ রায়। তিনiি তথ্য সহকারে এই অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরেন।