NE UpdatesHappeningsBreaking News

মানবাধিকার কমিশন গঠনে মিজোরাম সরকারকে দুই মাস সময় বেঁধে দিল হাই কোর্ট

ওয়েটুবরাক, ১৮ সেপ্টেম্বর : রাজ্য মানবাধিকার কমিশন গঠনের জন্য মিজোরাম সরকারকে দুই মাস সময় বেঁধে দিল গৌহাটি হাই কোর্ট৷ প্রধান বিচারপতি বিজয় বিষ্ণই ও বিচারপতি মাইকেল জোথানকুমা রাজ্য সরকারকে চড়া সুরে জানিয়ে দেন, নির্ধারিত সময়ের মধ্যে তা করতে না পারলে এর পরিণাম ভুগতে হবে৷
২০২১ সালের এক জনস্বার্থ সংশ্লিষ্ট মামলায় রায় দিতে গিয়ে মিজোরাম সরকারের সদিচ্ছা নিয়েই প্রশ্ন তোলেন বিচারপতিদ্বয়৷ তাঁরা বলেন, ১৯৯৩ সালের মানবাধিকার সুরক্ষা আইন মেনে প্রতিটি রাজ্যে কমিশন গঠনের জন্য শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে৷ এর পরও কেন এ নিয়ে টালবাহানা? রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিব অতিরিক্ত হলফনামা দিয়ে জানিয়েছিলেন, তাঁরা এ ব্যাপারে পদক্ষেপ করছেন৷ ২৯ জন অফিসার-কর্মীর প্রয়োজন৷ রাজ্য সরকার ১৬টি নতুন পদ সৃষ্টিতে অনুমোদন জানিয়েছে৷ কিন্তু একে কমিশন গঠনের পথে একধাপ বলে মানতে নারাজ হাই কোর্ট৷ তাঁদের স্পষ্ট কথা, “তিন বছর ধরে ওইসব নানা কথা আদালতকে শোনানো হচ্ছে৷ এখন আর নয়৷ দুই মাসের মধ্যেই গোটা প্রক্রিয়া শেষ করে কমিশন গঠন করতে হবে৷”
রাজ্য সরকারকে মানবাধিকার কমিশন গঠনের নির্দেশ দিতে ২০২১ সালে হাই কোর্টে আর্জি জানিয়েছিলেন মিজোরামের জোফা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষে সভাপতি রোবাইয়া৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker