NE UpdatesHappeningsBreaking News

মাধ্যমিক পর্যায়ে টেট আর নেই, স্নাতক-স্নাতকোত্তরদের জন্য টেট কাম রিক্রুটমেন্ট টেস্ট

ওয়েটুবরাক, ৩ আগস্ট : আগস্ট মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত৷ মাধ্যমিক পর্যায়ে টেট তুলে দেওয়া হয়েছে৷ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা টেটের বদলে এখন একই সঙ্গে দেবেন রিক্রুটমেন্ট টেস্ট৷ যত পদ ততজনকেই বাছাই করা হবে৷ শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগু বলেন, এতে নিয়োগ প্রক্রিয়া সহজতর হলো৷ টেটের পর বাছাই করতে গিয়ে অতিরিক্ত সময় ও শ্রম যাচ্ছিল৷ নতুন প্রক্রিয়ায় তা লাগবে না৷

Rananuj

এ দিকে প্রাথমিক বিদ্যালয়ে প্রধানশিক্ষক পদ দেওয়ার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে বুধবার৷ তবে দেড় শতাধিক ছাত্রের স্কুলেই প্রধানশিক্ষক পদমর্যাদা থাকবে৷ ১০০-১৪৯ পর্যন্ত ছাত্রসংখ্যা হলে সিনিয়র মোস্ট টিচারই ইনচার্জ হিসাবে স্কুল চালাবেন, এখন যেমন চলছে৷ তবে তাঁদের আর্থিক ক্ষমতা প্রদান করা হবে৷ দুই সংখ্যার ছাত্র থাকা স্কুলে এই সব কিছুই মিলবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker