NE UpdatesBarak UpdatesHappenings
মাধ্যমিক-এইচএস বাতিলের দাবিতে মুখ্য বিচারপতিকে চিঠি ৪৫০০ পরীক্ষার্থীর
১৫ জুন : করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সম্বন্ধীয় সুরক্ষার কথা চিন্তা করে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করার জন্য মঙ্গলবার দেশের মুখ্য বিচারপতি এন ভি রমনাকে চিঠি লিখলেন আসামের সাড়ে চার হাজারের বেশি পরীক্ষার্থী। ৬৩ পৃষ্ঠার ওই চিঠিতে ছাত্রছাত্রীরা তাঁদের সঙ্গে আসাম পরীক্ষা পর্ষদ বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করা হয়েছে। ছাত্রছাত্রীরা বলেছে, মহামারির মধ্যেই বোর্ড অফলাইন পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
এতে বলা হয়েছে, ‘আমরা নিজেদের দুর্ভাগ্যজনক বলে মনে করছি। কারণ অন্য রাজ্যের বোর্ড ও কাউন্সিল শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আসাম সরকার এই পরিস্থিতিতেও পরীক্ষা অফলাইন করার চিন্তাভাবনা করছে।’ পরীক্ষার্থীরা আরও বলেছে, পরীক্ষার জন্য প্রস্তুত হতে আমাদের মানসিক স্থিরতা ও শান্তির প্রয়োজন। কিন্তু সরকারের এই আসাংবিধানিক সিদ্ধান্তের জন্য আমরা অসুরক্ষিত অনুভব করছি। এর পাশাপাশি আমরা আসন্ন একাধিক প্রতিযোগিতা মূলক পরীক্ষা, যেমন এনইইটি, সিএলএটি, জেইই ও অন্য বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পরীক্ষার জন্যও প্রস্তুতি নিতে পারছি না।
চিঠিতে এও বলা হয়েছে, এই প্রবেশ পরীক্ষাগুলোর জন্য পর্যাপ্ত প্রস্তুতির প্রয়োজন। কিন্তু জুলাই-আগস্ট মাসে বোর্ড পরীক্ষা হলে সেই প্রস্তুতি নেওয়া যাবে না। তাছাড়া রাজ্যে বর্তমান সক্রিয় ৪৫ হাজার কোভিড রোগীর কথাও উল্লেখ করা হয়েছে। সেজন্য দেশের মুখ্য বিচারপতি এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে রাজ্য সরকারকে পরীক্ষা বাতিল করার ব্যাপারে নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ছাত্রছাত্রীরা।