Barak UpdatesHappeningsSportsBreaking News
মাতৃভূমি-র কোয়ার্টার ফাইনালে কর্কট এফসি
ওয়েটুবরাক, ২২ আগস্ট: দ্বিতীয় দল হিসাবে মাতৃভূমি কাপ প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল কর্কট এফসি। বুধবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ মণিপুরী ওয়েলফেয়ার সোসাইটিকে ২–০ গোলের ব্যবধানে পরাস্ত করেছে তারা। এদিন খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে কর্কট এফসি, গোল করেন রিকি ও জুরামা যথাক্রমে খেলার ৬ ও ২৩ মিনিটে। দ্বিতীয়ার্ধে দুদলই দারুণ লড়াই করেছে কিন্তু কোনও গোল হয়নি। শেষ পর্যন্ত প্রথমার্ধের করা দুই গোলে বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আদায় করে নেয় কর্কট এফসি।
উল্লেখ্য এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমেদ লস্কর। সহযোগিতায় ছিলেন কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন। চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন কর্কট এফসি দলের খেলোয়াড় এলকানা। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ওয়াই প্রফুল্ল সিংহ। আজ বৃহস্পতিবার জামালপুর এফসি ও বাম ডেভেলাপমেন্ট ভাগা দল পরস্পরের মোকাবিলা করবে বলে জানিয়েছেন আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ।
(ছবিতে ম্যাচের সেরা খেলোয়াড় এলকানা-র হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দিচ্ছেন শিক্ষাবিদ প্রফুল্ল সিংহ৷)