NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
মাতৃভাষার সমর্থনে স্বাক্ষর অভিযানে নামল বিদ্যার্থী পরিষদ
ওয়েটুবরাক, ২৫ আগস্ট : সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গণস্বাক্ষর অভিযানে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শিলচর শাখা ৷ বৃহস্পতিবার বিভিন্ন বিদ্যালয়-মহাবিদ্যালয়ে গিয়ে স্বাক্ষর অভিযান করে তারা।
বিদ্যার্থী পরিষদের কথায়, ১৯৮৬ সাল থেকে তারা রাষ্ট্রীয় শিক্ষা নীতিকে সুন্দর করে গড়ে তোলার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর আজ যখন আসামে শিক্ষানীতি কার্যকর করা হচ্ছে তখন দেখা যায়, মাতৃভাষাকে শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে । অথচ রাষ্ট্রীয় শিক্ষানীতিতে স্পষ্ট লেখা আছে, প্রাথমিক শিক্ষা হবে মাতৃভাষাতেই ৷ আর যদি সম্ভব হয় তাহলে অষ্টম শ্রেণী পর্যন্ত মাতৃভাষাতেই শিক্ষা অর্জন করা উচিত ।
তারা বলেন, আসামে স্পষ্টতই রাষ্ট্রীয় শিক্ষানীতি লঙ্ঘন করা হচ্ছে, রাষ্ট্র শিক্ষানীতির অপমান করা হচ্ছে ৷ তাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই ব্যাপারে ধিক্কার জানায়৷ তাঁদের দাবি, প্রাথমিক শিক্ষা যেন মাতৃভাষাতেই হয় । স্বাক্ষর অভিযানে উপস্থিত ছিলেন শিলচর শাখার বিভিন্ন কার্যকর্তারা এবং কলেজ শাখার কার্যকর্তারা। স্বাক্ষর অভিযানে রাষ্ট্র শিক্ষা নীতির উপর ভাষণ রাখেন স্নেহাংশুশেখর ভট্টাচার্য এবং স্নেহাংশু চক্রবর্তী ।