Barak UpdatesAnalyticsBreaking News
মাতাল-টিজারদের শায়েস্তায় পুজোয় ঘুরবে অ্যান্টি রোমিও স্কোয়াড
ওয়েটুবরাক প্রতিবেদন, ২৯ সেপ্টেম্বর : মাতাল, ইভটিজার যুবকদের জন্য কড়া পুলিশ বিভাগ। এ বার পুজোয় রোমিওদের শায়েস্তা করতে বেশ কিছ পদক্ষেপ গ্রহণ করেছে কাছাড় পুলিশ। এঁদের জন্য গঠন করা হয়েছে অ্যান্টি রোমিও স্কোয়াড। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, পুজোয় সাধারণ দর্শনার্থীদের জন্য সমস্যা তৈরি করলে ঊশৃঙ্খল যুবকদের কড়া হাতে দমন করা হবে। তিনি বলেন, যে অ্যান্টি রোমিও স্কোয়াড গঠন করা হয়েছে, তাতে ২০ জন পুলিশকর্মী রাখা হয়েছে। এঁদের মধ্যে ১২ জন মহিলা ও ৮ জন পুরুষ পুলিশকর্মী।
পুলিশ সুপার বলেন, এবার পুজোয় মহিলা দর্শনার্থীদের আসা যাওয়ায় বিশেষ নজর দেওয়া হবে। মহিলাদের সুরক্ষায় বেশি সংখ্যায় মহিলা পুলিশ মোতায়েন করা হবে। তিনি আরও বলেন, মদ্যপান করে কেউ অশান্তি সৃষ্টি করলে তাকে পুলিশ ছেড়ে দেবে না। কারণ সবকিছুর পর যাতে কোনও অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে পুলিশ খেয়াল রাখবে।