NE UpdatesHappeningsBreaking News

মাজুলি আর দ্বীপ হয়ে থাকবে না, সেতুতে জুড়ে যাবে, বললেন হিমন্ত

ওয়েটুবরাক, ১২ ডিসেম্বর : বিশ্বের সর্ববৃহৎ নদীদ্বীপ মাজুলিকে সড়কপথে বিভিন্নদিকে জুড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে আসাম সরকার৷ রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্রহ্মপুত্র ও সুবনসিড়ি নদীর ওপর দুটি সেতু নির্মাণের শিলান্যাস করেন৷ এই দুই সেতু যোরহাট ও লখিমপুরের সঙ্গে মাজুলিকে যুক্ত করবে৷ মুখ্যমন্ত্রী শর্মা পরে সেখানে আয়োজিত জনসভায় বলেন, মাজুলি আর দ্বীপ হয়ে থাকবে না৷ এর চেহারা বদলে যাবে৷ যাতায়াত ব্যবস্থা এবং যোগাযোগে অন্য জেলার সঙ্গে সমান তালে এগিয়ে যাবে৷ তিনি এ দিন অসমের নবীনতম জেলাটির জন্য ৮২৫ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন৷ এর মধ্যে ৬৯৪ কোটি টাকা ব্যয় হবে দুই সেতু নির্মাণে৷ মুখ্যমন্ত্রী জানান, আগামী তিন বছরের মধ্যে দুটি সেতু নির্মিত হয়ে যাবে৷ সে সময়ে মেডিক্যাল কলেজ বা বিমানবন্দরে যেতে আধ ঘণ্টার বেশি লাগবে না৷

বৃহত্তম নদীদ্বীপ ছাড়াও মাজুলি বৈষ্ণবধর্ম এবং সত্রীয় সংস্কৃতির পীঠভূমি হিসাবেও বিশেষ ভাবে পরিচিত৷ মুখ্যমন্ত্রীর আশঙ্কা, যাতায়াত ও যোগাযোগের উন্নয়নে ওই পরম্পরা, সংস্কৃতি না চ্যালেঞ্জের মুখে পড়ে! তাই তাঁর আহ্বান, পরম্পরা-সংস্কৃতিকে ধরে রেখে সমন্বয়ের মিলনভূমি করে রাখতে হবে মাজুলিকে৷ সভ্যতা সংস্কৃতিকে জিইয়ে রাখতে হবে৷ হিমন্তের অনুরোধ, কৃত্রিম বিকাশের মধ্যে যেন মনের বিকাশ হারিয়ে না যায়!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker