Barak UpdatesHappeningsBreaking News

মাইশূরে গিয়ে দীপায়ন দেখলেন, নেতাজি মূর্তিতে চলছে শেষ তুলির টান

ওয়েটুবরাক জানুয়ারি : শিলচরের রাঙ্গিরখাড়িতে প্রতিস্থাপনের জন্য নেতাজি মূর্তি নির্মাণের কাজ প্রায় সম্পূর্ণ৷ স্বচক্ষে মূর্তির নির্মাণকাজের সর্বশেষ পরিস্থিতি দেখতে এবং শিলচরে আনার ব্যবস্থা সম্পর্কে জানতে সোমবার মাইশূরে যান শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির আহ্বায়ক তথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী৷ একইসঙ্গে গিয়েছিলেন কমিটির আরেক সক্রিয় কর্মকর্তা অরিজিৎ গোস্বামী৷ তাঁরা ভারতবিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজের সঙ্গে সাক্ষাৎ করে কমিটির তরফে উত্তরীয় পরিয়ে তাঁকে সম্মান জানান৷ বিধায়ক চক্রবর্তী অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার পক্ষ থেকে উপহার হিসেবে রাজ্যের প্রতীক গণ্ডার তুলে দেন ভাস্করের হাতে৷ যোগীরাজ তাঁদের জানান, তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন৷

Rananuj

নেতাজি মূর্তি নির্মাণের কথা বললে এটি তাঁর দ্বিতীয় শিল্পকর্ম৷ এর আগে দিল্লির প্রগতি পথের নেতাজি মূর্তি তিনি তৈরি করেন৷ উত্তর-পূর্বে এটিই তাঁর প্রথম প্রথম ভাস্কর্য৷ একে বড় সুযোগ বলে উল্লেখ করে তিনি শিলচরের বিধায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে অরুণ যোগীরাজকে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য দীপায়ন আমন্ত্রণ জানিয়েছেন৷ তা স্বীকার করে নিয়ে যোগীরাজ বলেন, আমারও ইচ্ছা রয়েছে শিলচরে যাওয়ার৷

যোগীকাজের সঙ্গে সাক্ষাতের পর সেখান থেকে বেরিয়ে এসে দীপায়ন-অরিজিত বলেন, মূর্তিতে শেষ তুলির টান চলছে৷ একশো শতাংশ শেষ হতে আর দুই-চারদিন লাগবে৷ এর পর কমিটি বললেই তিনি মূর্তি পাঠিয়ে দেবেন৷ মাইশূর থেকে শিলচরে পৌঁছাতে সাত থেকে দশদিন লাগবে৷ মূর্তি স্থাপনে যাবে আরও দুদিন৷

দীপায়ন আশাবাদী, এ বারের নেতাজি জয়ন্তীতেই শিলচরে নেতাজি মূর্তি স্থাপন করা সম্ভব হবে৷ রাঙ্গিরখাড়ি রোটারির কাজে গতি আনতে তিনি মাইশূর থেকেই ইঞ্জিনিয়ার সৌগত সোমের সঙ্গে কথা বলেন৷ মুখ্যমন্ত্রীকেও মূর্তি নির্মাণের অগ্রগতি সম্পর্কে অবহিত করান তিনি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker