NE UpdatesHappeningsBreaking News
মাইবঙে পুলিশের গুলিতে হত ডিএনএলএ জঙ্গি, জখম ৩
গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর: এবার গর্জে উঠল আসাম পুলিশের বন্দুক। এবার স্থান ডিমা হাসাও। বৃহস্পতিবার রাতে ডিমা হাসাও জেলায় পুলিশের গুলিচালনার ঘটনায় এক জঙ্গির মৃত্যু হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশের গুলিতে মারা গিয়েছে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি সংক্ষেপে ডিএনএলএ উগ্রপন্থী সংগঠনের সদস্য।
অন্যদিকে এই গুলিচালনার ঘটনায় আহত হয়েছে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি ৩ সদস্য। বৃহস্পতিবার রাত একটা নাগাদ মাইবাং-এর খাসমাইপুর এলাকায় এই গুলিচালনার ঘটনা ঘটেছে। সরকারের সঙ্গে শান্তি চুক্তি হওয়ার পর ডেজিগনেটেড ক্যাম্পে থাকা ডিএনএলএ-র সদস্যকে কেন পুলিশ গুলি করে মেরেছে, সে ব্যাপারে কিছুই জানা যায়নি। তবে জানা গেছে, পুলিশের গুলিতে নিহত উগ্রপন্থী সংগঠনের সদস্যের নাম আলি ডিমাসা ওরফে বাবুজিত লংমাইলাই। পুলিশের গুলিতে জখম হওয়া ৩ সদস্য যথাক্রমে রেনবো ডিমাসা, টিনজন ডিমাসা ও ছট ডিমাসা।
উল্লেখ্য পুলিশের গুলিতে নিহত ডিএনএলএ-র সদস্য আলি ডিমাসার মৃতদেহ বর্তমানে হাফলং অসামরিক হাসপাতালে রাখা হয়েছে। অন্যদিকে সরকারের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ডেজিগনেটেড ক্যাম্পে থাকা ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি উগ্রপন্থী সংগঠনের সদস্যের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা করে তদন্ত চেয়েছেন প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবার।