NE UpdatesHappeningsBreaking News

মহিলা বিধায়ক ক্রমে কমছেন, এ বার জিতলেন ৬ জন

ওয়েটুবরাক, ৬ মে: ১২৬ সদস্যের আসাম বিধানসভায় মহিলাদের সংখ্যা ক্রমে কমছে৷ ২০১১ সালে ছিলেন সর্বাধিক ১১ জন৷ ২০১৬-র ভোটে নির্বাচিত হয়েছিলেন ৮ জন৷ এ বার তা আরও কমে ৬ জন হয়েছেন৷

সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে মোট ৯৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷ তাঁদের মধ্যেও মহিলা ছিলেন অত্যন্ত কম৷ মাত্র ৭৪ জন৷ অর্থাৎ ৭.৮ শতাংশ৷ নির্বাচিত ৬ মহিলা বিধায়কের মধ্যে বিজেপির ৩ জন, কংগ্রেসের ২ এবং অগপর ১জন৷ ১২৬ সদস্যের মধ্যে তাঁরা মাত্র ৪.৭৬ শতাংশ৷

চারবারের বিধায়ক এবং প্রাক্তন কংগ্রেসি মন্ত্রী অজন্তা নেওগ তাঁর পুরনো গোলাঘাট আসনেই বিজয়ী হয়েছেন৷ তিনি ৯৩২৫ ভোটে প্রাক্তন বিজেপি নেতা তথা কংগ্রেস প্রার্থী বিতুপণ শইকিয়াকে পরাস্ত করেন৷ অজন্তাদেবী বিজেপি প্রার্থী হওয়ায় দল ছেড়েছিলেন বিতুপণ৷ সাংসদ বিজয়া চক্রবর্তীর কন্যা সুমন হরিপ্রিয়া হাজো আসনে পুনর্নির্বাচিত হয়েছেন৷ আরেক বিজেপি বিধায়ক হলেন হাফলঙের নন্দিতা গারলোসা৷ পাহাড়ি আসনটিতে তিনি নির্মল লাংথাসাকে ১৪ হাজারের বেশি ভোটে পরাস্ত করেন৷

অসম গণ পরিষদের একমাত্র মহিলা বিধায়ক হলেন টিয়ক থেকে নির্বাচিত রেণুপমা রাজখোয়া৷ বকোর নন্দিতা দাস ও বটদ্রবার শিবমণি বরা কংগ্রেস টিকিটে নির্বাচিত হয়েছেন৷ নন্দিতাদেবী অগপর জ্যোতিপ্রকাশ দাসকে ও শিবমণি বিজেপির প্রার্থী থথা জনপ্রিয় অভিনেত্রী আঙুরলতা ডেকাকে পরাস্ত করেন৷ লক্ষণীয় বিষয় হল, সবচেয়ে বেশিদিনের মহিলা বিধায়ক প্রমীলারানি ব্রহ্মকে এ বার হার মেনে নিতে হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker