NE UpdatesHappeningsBreaking News
মহিলা পরিচালিত বাজার কর্তব্যপথে মণিপুরের ট্যাবলোতে
ওয়ে টু বরাক, ২৬ জানুয়ারি ঃ হিংসার আগুনে জ্বলছে মণিপুর। গত ৯ মাস ধরে একের পর ঘটনায় এই রাজ্যটিতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। কিন্তু এই অশান্তির মধ্যেও সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে নতুন দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজে অংশ নিল মণিপুর। এ বারের থিম অনুযায়ী নারীশক্তির বার্তা দিয়ে মণিপুরি গানে মেতে উঠলেন অংশগ্রহণকারীরা। এ দিন দেশের ১৫টি রাজ্যের ট্যাবলো পথ পরিক্রমা করে। এর মধ্যে মণিপুরের ট্যাবলোও বিকশিত ভারতের বার্তা দিতে নারী ক্ষমতায়নকে তুলে ধরেছে।
এ দিন রাজ্যের অন্যতম ঐতিহ্য ইমা কিথেলের আদলে ট্যাবলোটি সাজিয়ে তুলেছিল মণিপুর। এই ইমা কিথেল মণিপুরের বিখ্যাত বাজার। ইতিহাস অনুযায়ী, এই বাজারে প্রায় ৫০০ বছর ধরে বিকিবাট্টা চলছে। এই বাজারটি আসলে পুরোটাই মহিলাদের দ্বারাই নিয়ন্ত্রিত। সারা পৃথিবীর মধ্যেই এটি একমাত্র মহিলাদের পরিচালিত বাজার। ফলে নারী ক্ষমতায়নের বার্তা দিতে এই বাজারটিই ট্যাবলোর মাধ্যমে তুলে ধরেছে উত্তর পূর্বের এই রাজ্যটি।