Barak UpdatesHappeningsBreaking News
উইমেন্স কলেজে ছাত্রীদের উদ্বুদ্ধ করলেন গণধীশানন্দ মহারাজ
ওয়েটুবরাক, ১৯ মে : আগামী পরীক্ষার মরশুমে ভালো ফল করার লক্ষ্যে প্রস্তুতি স্বরূপ বক্তৃতার আয়োজন করে উইমেন্স কলেজ শিলচর। বৃহস্পতিবার, কলেজের ভগিনী নিবেদিতা প্রেক্ষাগৃহে ছাত্রীদের উদ্বুদ্ধ করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দ মহারাজ তার বক্তব্যে ছাত্রীদের নির্ভীকভাবে আসন্ন পরীক্ষা ও ব্যক্তিগত জীবনের সকল সমস্যাকে জয় করার পথপ্রদর্শন করেন।
স্বামী গণধীশানন্দ বলেন, আমাদের প্রত্যেকের মধ্যেই সিংহ স্বরূপ শক্তি আছে, যার সঠিক দিশা এবং প্রয়োগ জীবনে সাফল্য নিয়ে আসে। ছাত্রীদের আত্মবিশ্বাস ও একাগ্রতা বাড়াতে দৈনিক ধ্যানের প্রয়োজনীয়তা সম্পর্কেও আলোকপাত করেন তিনি।
তাঁর কথায়, “আমরা যদি বিপদে পিছপা হয়ে যাই তাহলে বিপদকে অতিক্রম করার শক্তি আমাদের মধ্যে থাকা সত্ত্বেও কোনদিন আমরা তার সম্মুখীন হতে পারবো না। তাই মানসিক একাগ্রতা এবং দৈনিক অধ্যয়নের অত্যন্ত প্রয়োজন।” উদাহরণ স্বরূপ তিনি স্বামী বিবেকানন্দের জীবনের একটি বিশেষ ঘটনা ‘ফেস দা ব্রুটস’ ছাত্রীদের সামনে তুলে ধরে বলেন, এই ঘটনা থেকে মানবজাতিকে জীবনের সকল সমস্যা মোকাবিলা করার অনুপ্রেরণা নেওয়া উচিত।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. দেবশ্রী দত্ত, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সর্বাণী বিশ্বাস ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড. সংঘমিত্রা দেবনাথ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন।