Barak UpdatesHappeningsBreaking News

মহালয়ায় ইউটিউবে মুক্তি পেতে চলেছে “সবার কন্ঠে বীরেন্দ্রকৃষ্ণ”

ওয়েটুবরাক, ১৪ সেপ্টেম্বর : বাঙালির জীবনে কিংবদন্তী হয়ে রয়েছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তিনি তাঁর চন্ডীপাঠের মাধ্যমে মহালয়াকে করে তুলেছেন অনন্য। জাতি-ধর্ম নির্বিশেষে তাঁর কন্ঠস্বর আন্দোলিত করে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মকে। মহালয়া ও বীরেন্দ্রকৃষ্ণ একাকার হয়ে গেছে কালপ্রবাহে। এই অমর কন্ঠশিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর মহিষাসুরমর্দিনীর স্তবক পাঠের এক বিশেষ ডিজিটাল অনুষ্ঠানের আয়োজন করেছে “সময় সময়” ইউটিউব চ্যানেল। এতে অসম , ত্রিপুরা, পশ্চিমবঙ্গের শিল্পীরা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পাঠে বিখ্যাত হওয়া স্তোত্র আবৃত্তি করবেন।

“সবার কন্ঠে বীরেন্দ্রকৃষ্ণ” শীর্ষক এই অনুষ্ঠান মুক্তি পেতে চলেছে আগামী মহালয়া ২৫ সেপ্টেম্বর তারিখে। ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে নিবেদিতা ভট্টাচার্য ও রাফিউল আলম লস্কর অনুষ্ঠানটি দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker