India & World UpdatesHappeningsBreaking News
মসজিদ এলাকায় মন্দির ! জরিপ করতে আসা পুলিশকে লক্ষ্য করে পাথর-গুলি, উত্তপ্ত সম্বল
লখনউ, ২৫ নভেম্বর : উত্তর প্রদেশের সম্বলে হিংসাত্মক পরিস্থিতি। প্রতিবাদকারী ও নিরাপত্তাবাহিনীর মধ্যে সংঘর্ষে ইতিমধ্যে তিনজন লোক প্রাণ হারিয়েছেন। কেবল তাই নয় নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনের অনেক লোক আহত হয়েছেন। এই পরিস্থিতিতে কঠোর হয়েছে সম্বল প্রশাসন। জেলা প্রশাসন সম্বলে ৩০ নভেম্বর পর্যন্ত বাইরের লোকের প্রবেশ নিষিদ্ধ করেছে। জেলা ম্যাজিস্ট্রেট রাজেন্দ্র পেনিসিয়া বলেন, ভারতীয় ন্যায় সংহিতার ধারার অধীনে এই নির্দেশ জারি করা হয়েছে। এ দিকে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে সম্বল এলাকায় ২৪ ঘন্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। জেলা প্রশাসন সোমবার সব বিদ্যালয়ও বন্ধ রেখেছে।
জেলা প্রশাসনের জারি করা ওই নির্দেশে বলা হয়েছে, নির্দিষ্ট আধিকারিকের অনুমতি ছাড়া কোনও বাইরের লোক ও অন্য সামাজিক সংগঠন অথবা সরকারি প্রতিনিধি জেলার সীমান্তে প্রবেশ করতে পারবেন না। এই নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। অন্যদিকে এই নির্দেশ অমান্য করলে বিএনএস এর ২২৩ ধারায় শাস্তিযোগ্য বলে বিবেচিত হবেন।
গত ১৯ নভেম্বর থেকে সম্বলে উত্তেজনা জারি রয়েছে। জামা মসজিদের স্থানে হরিহর মন্দির থাকার দাবি করা এক আবেদনের শুনানি গ্রহণ করে আদালত প্রথমবারের জন্য জামা মসজিদের জরিপের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের পর উত্তেজনা তীব্র হয়ে পড়ে। জরিপ করতে আসা একটি দল সেখানে উপস্থিত হওয়ার পরই একাংশ লোক প্রতিবাদ শুরু করেন। আদালতের নির্দেশের বিরোধিতায় সম্বলে হওয়া এই প্রতিবাদ হিংসাত্মক রূপ নেয়।
প্রতিবাদকারীরা যানবাহন জ্বালিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। নিরাপত্তা বাহিনীর কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে। এই ঘটনা সম্পর্কে বিভাগীয় কমিশনার অঞ্জনিয়া কুমার সিং জানান, কিছু দুষ্কৃতী গুলি চালায়। সে সময় পুলিশ সুপারের ব্যক্তিগত দেহরক্ষীর শরীরে গুলি লাগে। এমনকি গুলি লেগে সার্কল অফিসারও জখন হন। সব মিলিয়ে প্রায় ১৫-২০ জন সুরক্ষা কর্মী আহত হয়েছেন। তিনি জানান, এই ঘটনায় নাইম, বিলাল ও নোমান নামে তিনজন লোক প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, দুজন মহিলা সহ ২১ জন লোককে আটক করা হয়েছে এবং এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।