India & World UpdatesHappeningsBreaking News
মশার জ্বালায় ঘুম উধাও মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড ইঞ্জিনিয়ার
২০ ফেব্রুয়ারি ঃ রাতে বিছানায় শোবার পর কানের কাছে মশা প্যান প্যান করলে কেমন লাগে তা ভুক্তভোগী মাত্রই জানেন। আর এই অসহ্য পরিস্থিতির মুখোমুখি হয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আর সেজন্য কোপ পড়ল ইঞ্জিনিয়ারের চাকরিতে। কর্তব্যে গাফিলতির জন্য সাসপেন্ড হলেন ইঞ্জিনিয়ার। বাস দুর্ঘটনায় আহত যাত্রীদের দেখতে সিধিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখানে একটি সার্কিট হাউসে গত ১৭ ফেব্রুয়ারি রাত কাটিয়েছিলেন তিনি। ওই সময়ই তাঁর সঙ্গে ঘটেছে এই মশার উপদ্রব।
এ দিকে, সারা রাত ধরে মশার জন্য ঘুম নেই, তার ওপর ভোর চারটে নাগাদ ট্যাঙ্ক থেকে জল পড়ার শব্দ শুনতে পান তিনি। কী ব্যাপার, তা দেখার জন্য কাউকে যে বলবেন, তারও উপায় ছিল না। তখন তাঁর আশেপাশে কেউই ছিলেন না বলে জানা যায়। বাধ্য হয়ে ভোররাতে তাঁকেই বিছানা ছেড়ে উঠতে হয়। বাইরে গিয়ে দেখেন, জলের ট্যাঙ্ক ভরে জল উপছে পড়ছে। ফলে মুখ্যমন্ত্রীকেই বন্ধ করতে হল পাম্পের মোটর। এসব কারণেই চটে লাল মুখ্যমন্ত্রী চৌহান। এরপরই ব্যবস্থাপনায় এত গাফিলতির অভিযোগে সাসপেন্ড করলেন সার্কিট হাউসের ইঞ্জিনিয়ার ও সাব-ইঞ্জিনিয়ারকে।
ইঞ্জিনিয়ার এবং সাব-ইঞ্জিনিয়ারকে সাসপেন্ডের বিষয়ে রেওয়া ডিভিশনাল কমিশনার রাজেশ কুমার জৈন বলেন, ‘পিডব্লুডি-এর সাব-ইঞ্জিনিয়ারকে আগেই জানানো হয়েছিল, মুখ্যমন্ত্রী ওইদিন সার্কিট হাউসে থাকবেন। তার পরও পুরো ঘর অপরিচ্ছন্ন ছিল। বলে দেওয়া সত্ত্বেও গাফিলতি ছিল। তাই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।’