India & World UpdatesHappeningsBreaking News
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উত্তরপ্রদেশে প্রাণ হারালেন ২৪ শ্রমিক
১৬ মে : আবারও সাতসকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর। লকডাউনের মধ্যে বাড়ি ফেরার পথে প্রাণ হারালেন ২৪ জন শ্রমিক। এদের অধিকাংশ বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা। শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের অউরিয়ার কাছে। জানা গেছে, একটি ট্রাকে করে ৫০ জন শ্রমিক রাজস্থান থেকে ফিরছিলেন। অউরিয়ার কাছে দিল্লি থেকে আসা একটি ভ্যানের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। অউরিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, ঘটনা স্থলেই ২৪ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন ২২ জন। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে সাইফাইয়ে স্থানান্তর করা হয়েছে।
এর আগে অউরিয়ার জেলাশাসক জানান, ভোর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। মৃত ও আহতদের মধ্যে বেশিরভাগ বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের চিকিৎসার জন্য সরকারের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। উল্লেখ্য, ৮ মে মর্মান্তিক রেল দুর্ঘটনায় ঔরঙ্গাবাদে ১৬ জন পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছিল।