NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
মন কি বাত-এ মণিপুর নেই কেন, খোঁচা জয়রামের
ওয়েটুবরাক, ১৯ জুন : এবার মণিপুর নিয়ে নরেন্দ্র মোদিকে খোঁচা দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। মণিপুরের হিংসা নিয়ে মোদি ‘মন কি বাত’-এ মুখ খুললেন না কেন, প্রশ্ন করলেন জয়রাম। তিনি মনে করিয়ে দেন, মণিপুরে জাতিগত হিংসায় ইতিমধ্যেই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ‘আরও একটা মন কি বাত হলো, কিন্তু মণিপুর নিয়ে মৌন’। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এরপর টুইটে খোঁচার সুরে বলেন, ‘দেশের বিপর্যয় মোকাবিলা নিয়ে নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছেন প্রধানমন্ত্রী, মানব সৃষ্ট বিপর্যয় যার মুখোমুখি মণিপুর, তা নিয়ে কী বলবেন?’
আরও একধাপ এগিয়ে জয়রাম বলেন, ‘এখনও শান্তি রক্ষার্থে কোনও আবেদন নেই।’ কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে লেখেন, ‘পিএম কেয়ার্স ফান্ড নন অডিটেবল, তবে পিএম (প্রধানমন্ত্রী) কি সত্যিই কেয়ার (যত্ন) নেন মণিপুরের, বাস্তবিক প্রশ্নের নিরিখে?’
রবিবার সম্প্রচারিত হয়েছে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান। সেই রেডিও অনুষ্ঠানে মোদি বলেছেন, প্রাকৃতিক বিপর্যয়ের ওপর কারোর কোনও নিয়ন্ত্রণ নেই। তবে গত কয়েক বছর ধরে ভারত যেভাবে বিপর্যয় মোকাবিলায় এগিয়ে চলেছে, তা বর্তমানে উদাহরণ স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এর আগে, কংগ্রেস সমেত মণিপুরের একাধিক বিরোধী পার্টি প্রশ্ন তুলেছিল মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা প্রসঙ্গে। তারপরই এল জয়রাম রমেশের টুইট-বাণ।