India & World UpdatesHappeningsBreaking News
‘মন কি বাত’-এ টিমওয়ার্কের কথা বললেন মোদি
ওয়েটুবরাক, ১৯ জুন : ‘মন কি বাত’-র ১০২ তম পর্বে ‘ঘূর্ণিঝড় বিপর্যয়’-এর মোকাবিলা নিয়ে গুজরাটের জনগণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, টিম ওয়ার্কের দরুন বৃহস্পতিবার গুজরাটে ঘূর্ণিঝড়ের ক্ষতি হ্রাস করা গিয়েছে।
এদিন তিনি বলেন, ভারতের বছরের পর বছর ধরে দুর্যোগ ব্যবস্থাপনার যে শক্তি গড়ে উঠেছে, তা আজ একটি উদাহরণ। ঘূর্ণিঝড় কচ্ছে বিপর্যয় ঘটালেও সেখানকার মানুষ সাহসের সঙ্গে তার মোকাবিলা করেছেন।
প্রধানমন্ত্রীর মুখে এ দিন উঠে এসেছে ২৫ জুনের কথা। ১৯৭৫ সালের সেই দিনে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। প্রধানমন্ত্রী মোদি বলেন, এটা ছিল ভারতের ইতিহাসের একটা অন্ধকার সময়। সেই সময় লক্ষ লক্ষ মানুষ তাদের সর্বশক্তি দিয়ে জরুরি অবস্থার বিরোধিতা করেছিলেন। সেই সময়ের কথা ভাবলে আজও মন কেঁপে ওঠে। প্রধানমন্ত্রীর মন কি বাত, জরুরি অবস্থা তরুণ প্রজন্মকে গণতন্ত্রের অর্থ ও গুরুত্ব শেখাবে।
ছত্রপতি শিবাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জানান, তাঁর কাছ থেকে সাহসিকতার পাশাপাশি শাসনেরও অনেক কিছু শেখার আছে।
আগামী সপ্তাহে জুনের শেষ রবিবার। সেই সময় প্রধানমন্ত্রী থাকবেন বিদেশ সফরে। সাধারণভাবে মাসের শেষ রবিবারে মন কি বাত হলেও, এবার তা হল এক সপ্তাহ আগে। এনিয়ে অবশ্য প্রধানমন্ত্রী আগেই টুইট করেছিলেন। বলেছিলেন, ১৮ জুন মন কি বাতের অনুষ্ঠান হবে।