Barak UpdatesHappeningsBreaking News
জয়ন্ত-কৌশিককে সঙ্গে নিয়ে অমিয়কান্তির মনোনয়ন প্রত্যাহার
ওয়েটুবরাক, ২৮ অক্টোবরঃ মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা অমিয়কান্তি দাস। রবিবার রাতে পাকা কথার পর সোমবার জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া, বিধায়ক কৌশিক রাই ও বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় তাঁকে নিয়ে যান রিটার্নিং অফিসারের কার্যালয়ে। তাঁদের উপস্থিতিতে মনোনয়ন প্রত্যাহার সংক্রান্ত ফর্ম জমা করেন অমিয়কান্তি।
সাধারণত মনোনয়ন জমার সময়েই হেভিওয়েটরা প্রার্থীর সঙ্গে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান, মনোনয়ন জমার সাক্ষী থাকেন। পরে প্রার্থী যান সাধারণ জনতার কাছে। অমিয়কান্তি দাসের বেলায় ঘটল বিপরীত দৃশ্য। তিনি মনোনয়ন জমা করেছিলেন সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে। সে দিক থেকে ব্যতিক্রমী হয়ে থাকল অমিয়কান্তি দাসের মনোনয়ন পত্র প্রত্যাহারের ঘটনা।
জয়ন্তমল্ল বরুয়া জানান, অমিয়কান্তি দল ছাড়ার জন্য যে ইস্তফা দিয়েছিলেন, তা গৃহীত হয়নি। ফলে আগে তিনি দলের যে দায়িত্বে ছিলেন, সেই দায়িত্বেই বহাল থাকবেন।