Barak UpdatesHappeningsCulture
মনুজেন্দ্র শ্যাম প্রয়াত
১৫ সেপ্টেম্বরঃ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রবীন্দ্র অনুরাগী মনুজেন্দ্র শ্যাম আর নেই। মঙ্গলবার ভোর সাড়ে চারটায় তিনি শিলচরে উকিল পট্টিস্থিত নিজস্ব বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর৷ রেখে গেছেন স্ত্রী ও একমাত্র কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধদের৷
এ অঞ্চলে রবীন্দ্র চর্চার পথিকৃৎ নগেন্দ্র চন্দ্র শ্যাম আর মালতী শ্যামের সুসন্তান ডা. মনুজেন্দ্র শ্যামের প্রয়াণে বরাক উপত্যকার সাহিত্য- সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে এসেছে৷ প্রবীণ অভিভাবককে হারিয়ে শোকস্তব্ধ এই অঞ্চলের চিকিৎসকরাও৷
শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন৷ ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের অভিভাবক স্থানীয় সদস্য, উকিলপট্টি আবাসিক সংস্থার সভাপতি৷ বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে তাঁর মৃতদেহে ফুলের তোড়া দিয়ে শেষশ্রদ্ধা জানানো হয়৷