Barak UpdatesHappeningsBreaking News
মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জয়ন্তীর সূচনা
ওয়ে টু বরাক, ১ জানুয়ারি : শোভাযাত্রা দিয়ে সোমবার সকালে মধ্যশহর সাংস্কৃতিক সমিতির বর্ষব্যাপী প্ল্যাটিনাম জুবিলির অনুষ্ঠান শুরু হয়েছে। এদিন সকালে নরসিংটোলা মাঠ থেকে এই শোভাযাত্রা বেরিয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। এতে সমিতির সদস্য সদস্যা ছাড়াও শহরের বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়াও সকালে ছিল পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান।
এদিন সন্ধ্যায় নরসিংটোলা মাঠে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলন করে এই পর্বের সূচনা করেন বিশিষ্ট লোক গবেষক ড. অমলেন্দু ভট্টাচার্য। অতিথিদের বক্তব্যের পরেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ দিনের সন্ধ্যায় মূল আকর্ষণ ছিল আগরতলা থেকে আসা গানের দল মেঘবালিকার পরিবেশনা। উল্লেখ্য, সূচি অনুযায়ী ২ ও ৩ জানুয়ারি নরসিংটোলা মাঠে থাকবে মণীন্দ্র রঞ্জন দাস স্মৃতি নাচের মেলা। এতে শিলচর শহরের বিভিন্ন নৃত্য সংস্থা তাদের অনুষ্ঠান পরিবেশন করবে।