NE UpdatesBarak UpdatesHappenings
মদের হোম ডেলিভারি : প্রতিবাদে সরব শিলচর, করিমগঞ্জ
ওয়েটুবরাক, ১৭ জুলাই : রাজ্য সরকারের ঘরে ঘরে মদ পৌঁছে দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে আজ শনিবার তীব্র প্রতিবাদে সামিল হয় এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস-এর কর্মী, সমর্থকরা। সংগঠনগুলির রাজ্য কমিটির আহ্বানে আজ সারা রাজ্যের সঙ্গে করিমগঞ্জ-শিলচরেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত সংগঠনের কর্মীরা আওয়াজ তোলেন, হোম ডেলিভারিতে মদ বিক্রয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে৷ মদ নয়, শিক্ষা চাই, খাদ্য চাই, চাকরি চাই৷
তাঁদের দাবি, সমাজ-সভ্যতা রক্ষায় মদ বিক্ৰয় সম্পূৰ্ণরূপে বন্ধ কর৷ মদ নয়, ঘরে ঘরে ভেকসিন দেওয়ার ব্যবস্থা কর৷ তাঁরা প্রশ্ন তোলেন, ড্ৰাগছ বন্ধের ভাব দেখিয়ে মদ অনলাইনে বিক্রির ভণ্ডামি কেন? শিলচরে বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন এআইডিওয়াইও’র জেলা সম্পাদক বিজিতকুমার সিংহ এবং এআইডিএসও’র জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস। তারা বলেন, আসাম সরকার রাজ্যের যুবসমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত করতে চায় না। বরং মাদকাসক্ত জনগণ তাদের কাছে অর্থ আদায়ের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আসাম সরকার একদিকে সংস্কৃতির কথা বলছে, অন্যদিকে ঘরে ঘরে মদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।
একইভাবে করিমগঞ্জের বিক্ষোভেও মদের হোম ডেলিভারে বন্ধের জন্য জোরালো আওয়াজ ওঠে৷ সেখানে বক্তব্য রাখেন এআইডিএসওর জেলা সভাপতি সুজিতকুমার পাল৷ তিনি বলেন, মদ সমাজ-সভ্যতা, পারিবারিক জীবন সব ধ্বংস করে দিচ্ছে৷ ধর্ষণ, নারী নির্যাতনের মত দিনদিন বেড়ে চলার জন্য প্রধান দায়ী মদ৷ সেজন্য বিহার সরকার মদ পুরোপুরি বন্ধ করে দিয়েছে৷ আর আসামে খোদ সরকার একেবারে হোম ডেলিভারিতে মদকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ এ বড় লজ্জার৷ তাঁরা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান৷