NE UpdatesHappeningsBreaking News
মণিপুর ভ্রমণে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ৫ জনের দল

ইম্ফল, ২৩ মার্চ : সুপ্রিম কোর্টের বিচারপতিদের ৫ জনের একটি প্রতিনিধি দল শনিবার মণিপুর ভ্রমণ করে গোষ্ঠী সংঘর্ষে দীর্ণ রাজ্যের জনগণকে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধারের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সুপ্রিম কোর্টের বিচারপতি বি গাভাইয়ের নেতৃত্বে বিচারপতি বিক্রম নাথ, এম এম সুন্দ্রেশ, কে ভি বিশ্বনাথন ও এন কোটিশ্বর সী সংঘাত-জর্জর অঞ্চলটি পরিদর্শন করে।
মণিপুরের চূড়াচান্দপুরে আইনি সেবা শিবির, স্বাস্থ্য শিবির ও আইনি সাহায্য ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে বিচারপতি বি আর গাভাই বলেন, ‘আমাদের সংবিধানের লক্ষ্য হচ্ছে ন্যায়, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক। সংবিধানের লক্ষ্য হচ্ছে, দেশের সব নাগরিক অত্যন্ত দ্রুত ও কম খরচে ন্যায় -বিচারের সুবিধা লাভ করবেন। আমরা দেশের সামগ্রিক দূরবর্তী অঞ্চল, যেসব স্থান রাজধানী দিল্লি থেকে অনেক দূরে রয়েছে, সেখানে হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। একটি ন্যায়পরায়ণ সমাজের জন্য ন্যায়ের সুবিধা, স্বাস্থ্যসেবার সুবিধা ও একজন ব্যক্তিকে মর্যাদাপূর্ণ জীবনযাপন করার সুবিধা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের এই ভ্রমণ অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়। আমাদের সামনের দিকে তাকিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আমাদের ফেলে আসা অতীত, ওই সময়ের যন্ত্রণা বা ট্র্যাজেডিকে জিইয়ে রেখে চলা উচিত নয়। সময় লাগতে পারে, কিন্তু আমাদের আশাবাদী ও ইতিবাচক হতে হবে। তিনি এও বলেন, আমাদের সংবিধানই আমাদের একত্রিত ও শক্তিশালী করে রেখেছে। আমাদের সংবিধানের ওপর বিশ্বাস থাকতে হবে। সংবিধান একদিন মণিপুরে শান্তি সম্পূর্ণরূপে ঘুরিয়ে নিয়ে আসা নিশ্চিত করবে।