India & World UpdatesHappeningsBreaking News
মণিপুর নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রীর রসিকতা শোভা দেয় না, আক্রমণ রাহুল গান্ধীর
ওয়েটুবরাক, ১২ আগস্ট : বৃহস্পতিবার লোকসভায় ২ ঘণ্টা ১৩ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুর নিয়ে মাত্র ২ মিনিট সময় দিয়েছেন। মণিপুর ইস্যুতে অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পর শুক্রবার সাংবাদিক বৈঠকে এভাবেই আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর কথায়, ‘এই ২ মিনিটের মধ্যেও মণিপুর নিয়ে রসিকতা করে কথা বলেছিলেন। যা ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে একেবারেই শোভনীয় নয়।’
রাহুল বলেন, ‘মাসখানেক ধরে জ্বলছে মণিপুর। মানুষ মারা যাচ্ছে। ধর্ষণের ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী রসিকতা করে কথা বলছিলেন। এটা তাঁকে শোভা দেয় না। দেশে কোথাও দুর্দশা চললে ভারতের প্রধানমন্ত্রীর ২ ঘণ্টা ধরে উপহাস করা উচিত ছিল না। ইস্যু কংগ্রেস ছিল না। ইস্যু মণিপুর। সেখানে কেন পরিস্থিতি আয়ত্তে আনা যাচ্ছে না, এটাই আলোচনার বিষয়।’
সেনাবাহিনীকে হিংসা দমনে কাজে লাগানো হচ্ছে না বলেও অভিযোগ করেন রাহুল। তিনি বলেন, ‘চাইলে ২ দিনের মধ্যেই মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু প্রধানমন্ত্রী আগুন নেভাতে রাজি হননি। তিনি মণিপুরকে পুড়িয়ে ফেলতে চান।’