NE UpdatesHappeningsBreaking News
মণিপুর দুই জঙ্গি গোষ্ঠীর সংঘর্ষে হত ১৩
ইম্ফল, ৪ ডিসেম্বর ঃ মণিপুরের টেংনুপাল জেলায় সোমবার দুটি উগ্রপন্থী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কম করেও ১৩ জনের মৃত্যু হয়েছে। দুই গোষ্ঠীর গোলাগুলির ঘটনায় এ দিন উত্তপ্ত হয়ে ওঠে লিথু গ্রাম। সংঘর্ষের পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা জওয়ানরা ১৩টি মৃতদেহ উদ্ধার করেছে। এ পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। জানা গেছে, মৃতদের মধ্যে কেউ-ই স্থানীয় লোক নয়।
নিরাপত্তা বাহিনীর এক আধিকারিক জানান, মৃতদেহগুলোর পাশ থেকে কোনও ধরনের অস্ত্রশস্ত্র উদ্ধার হয়নি। অন্য এক আধিকারিক জানান, মৃত ব্যক্তিরা লিথু গ্রামের বাসিন্দা নন। সম্ভবত অন্য কোনও স্থান থেকে এঁরা এখানে এসেছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, টেংনুপাল জেলাটি মণিপুর ও মায়ান্মারের সীমান্ত এলাকায় রয়েছে। মণিপুর প্রশাসন মায়ান্মারের সঙ্গে সীমান্ত অঞ্চলে এ ধরনের ঘটনার কথা এর আগেও উল্লেখ করেছিল।