NE UpdatesHappeningsBreaking News

মণিপুরে ৬টি বুথে পুনর্নিবাচন ৮ মার্চ

৭ মার্চ ঃ ভারতের নির্বাচন কমিশন মণিপুরের ৬টি বুথে আগামিকাল অর্থাৎ ৮ মার্চ পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে। এই বুথগুলোতে এ দিন সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। মণিপুরের উখরুল ও সেনাপতি জেলার এই ৬টি বুথে গত ৫ মার্চ ভোটগ্রহণ করা হয়েছিল। নির্বাচন কমিশন এই বুথগুলোতে আগের ভোট বাতিল করে দিয়েছে।

যে ৬টি বুথে ভোটগ্রহণ করা হবে, সেগুলো হচ্ছে উখরুল জেলার উখরুল বিধানসভা আসনের অন্তর্গত ৪৪/৪৫ উখরুল (ই-টু), চিংগাই বিধানসভা কেন্দ্রের অধীন ৪৫/২৫ কালহাং ও ৪৫/৩১ পেহ (বি) সেনাপতি জেলার কারং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪৭/৪৯ গামজু এবং তাদুবি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইয়াংখুলেন (এ) ও মাও মারাফাই। ওই বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন মণিপুরের মুখ্য নির্বাচন আধিকারিককে পুনরায় ভোটের এই সূচি সমস্ত রিটার্নিং অফিসার, অবজার্ভার ও ভোটের সঙ্গে যুক্ত কর্মীদের অবহিত করতে বলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker