NE UpdatesHappeningsBreaking News
মণিপুরে হিংসা অব্যাহত, কুকি জঙ্গিদের হামলায় জখম ১৫
ওয়েটুবরাক, ৪ জুন : হিংসা অব্যাহত মণিপুরে। কুকি জঙ্গিরা ফের গুলি চালিয়েছে, বোমা ছুঁড়েছে। ইম্ফলের পশ্চিম জেলায় কাংচুপ ও ফায়েং গ্রামে এই ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫জন জখম হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। ইম্ফলের একটি সরকারি হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে , শুক্রবার রাতে প্রায় চার ঘণ্টা ধরে গুলির লড়াই চলে। রাজ্য পুলিশ ও মণিপুর রাইফেলসের জওয়ানরা এলাকায় গিয়ে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করেন।
গত ২৪ ঘণ্টায় বিষ্ণুপুর জেলাতেও নতুন করে সংঘর্ষের ঘটনা হয়েছে। মণিপুর পুলিশ, বিএসএফ, ও অসম রাইফেলস কাকচিং জেলা থেকে সাতটি দেহ উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে খবর, গত সপ্তাহে গুলির লড়াইতে তাদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। সরকারের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, মণিপুরে হিংসার জেরে সব মিলিয়ে ৯৮ জন মানুষ সম্প্রতি প্রাণ হারিয়েছিলেন। ৩১০জন আহত হয়েছিলেন।
এদিকে গত ৩ মে থেকে মণিপুরে এই হিংসার ঘটনা ছড়িয়ে পড়ে। এর জেরে অন্তত হাজার মানুষ ঘরছাড়া হয়ে যান। মৈতৈ ও কুকি জোমি জনজাতিদের প্রচুর বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।