NE UpdatesHappeningsBreaking News
মণিপুরে ভ্যাকসিন নেওয়ার পর অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যু!
২১ ফেব্রুয়ারি : দেশজুড়ে এক কোটির বেশি হিতাধিকারীকে কোভিড-১৯ ভ্যাকসিন এর প্রথম ডোজ দেওয়া হয়েছে। কিন্তু মণিপুরে ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর এক অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যু হয়েছে। সরকারি সূত্রে পাওয়া খবরে জানা গেছে রাজ্যের বিষ্ণুপুর জেলার কুম্ভি টেরাখাতে গত ১২ ফেব্রুয়ারি ডব্লিউ সুন্দরী দেবী নামের এক অঙ্গনওয়াড়ি কর্মী ভ্যাকসিন নিয়েছিলেন। ভ্যাকসিন নেওয়ার এক সপ্তাহ পর এই অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যু হয়েছে।
কুম্ভি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গত ১২ জানুয়ারি ভ্যাকসিন নেওয়ার পর সুন্দরী দেবী সুস্থই ছিলেন। কিন্তু শুক্রবার হঠাৎ করে তাঁর শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়। সুন্দরী দেবীকে চিকিৎসার জন্য মৈরাং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ভ্যাকসিন নেওয়ার পর অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যু হওয়ায় সারা রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মৃত সুন্দরী দেবীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন।