NE UpdatesHappeningsBreaking News
মণিপুরে ধ্বনিভোটেই উতরে গেল বিজেপি সরকার
১০ অগস্ট: মণিপুরে বিজেপি সরকারকে উৎখাতের বাসনা এ বারও পূরণ হল না কংগ্রেসের৷ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ ধ্বনিভোটেই আস্থার প্রমাণ দিলেন। কংগ্রেস ভোটাভুটি পর্যন্ত চাইতে পারল না৷
৬০ সদস্যের মণিপুর বিধানসভায় এখন রয়েছেন ৫৩ জন সদস্য৷ কংগ্রেসের ২৪ ও শাসকজোটের ২৯ জন বিধায়ক। কংগ্রেসের চিফ হুইপ কে গোবিন্দাস হুইপ জারি করা সত্ত্বেও সোমবার ৮ জন হাজির হননি। শাসক জোটের সবাই উপস্থিত ছিলেন। ফলে আস্থা ভোটে জয় নিশ্চিতই ছিল।
গত মাসে কয়েকজন বিধায়ককে টেনে সরকার ফেলার চেষ্টা করেছিল কংগ্রেস৷ কিন্তু রাম মাধব ও হিমন্তবিশ্ব শর্মার মধ্যস্থতায় বিবাদ মিটে যায়৷ রাজ্যসভা নির্বাচনে এর মধুর প্রতিশোধ নেয় বিজেপি৷ বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক দলীয় প্রার্থীকে ভোট দেননি। এর পরই ওক্রাম ইবোবি সিংহের অনাস্থা প্রস্তাব আনার দাবি দুর্বল হতে থাকে৷ তবু এন বীরেন সিংহ অনাস্থা আনার অপেক্ষায় না থেকে নিজেই এ দিন আস্থা প্রস্তাব উত্থাপন করেন৷