NE UpdatesHappeningsBreaking News
মণিপুরে এনআরসি চেয়ে দিল্লিতে ধরনা
ওয়েটুবরাক, ১৪ মে : রবিবার মেইতেইদের একটি দল মণিপুরে এনআরসি প্রণয়নের দাবিতে দিল্লির জন্তরমন্তরে ধরনা দেয়। তাঁদের কথায়, বহিরাগতদের চিহ্নিত করে বিতাড়িত করা গেলেই রাজ্যটিতে শান্তি ফিরে আসবে। ওয়ার্ল্ড মেইতেই কাউন্সিলের চেয়ারম্যান হেইগ্রুজাম নবশ্যাম বলেন, কুকি জঙ্গিরা বন্দুক হাতে জঙ্গলে আত্মগোপন করে রয়েছে। কখনও সেনা জওয়ান, কখনও সাধারণ জনতার ওপর হামলা করছে। তাই মেইতেইরা বাড়িঘরে ফিরতে পারছেন না। তিনি মেইতেইদের তফশিলি জনজাতি ভুক্ত করার পক্ষে নানা যুক্তি দেখান। মণিপুর হাই কোর্ট অবশ্য আগেই রাজ্য সরকারকে মেইতেইদের তফশিলি জনজাতিভুক্ত করার ব্যাপারে কেন্দ্রীয় জনজাতি কল্যাণ দফতরে সুপারিশ পাঠাতে নির্দেশ দিয়েছিল। ২৯ মে পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছিল। দাঙ্গা-হাঙ্গামার প্রেক্ষিতে মণিপুরের অ্যাডভোকেট জেনারেল ওই সময়সীমা বাড়ানোর আর্জি জানালে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এমভি মুরলিধরন তা মেনে নেন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে সুপারিশ পাঠানোর জন্য এক বছর পর্যন্ত সময় দেন।