NE UpdatesHappeningsBreaking News

মণিপুরে আবার বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট

ওয়েটুবরাক, ১০ অক্টোবর: নতুন করে হিংসা ছড়িয়ে পড়ার দরুন মণিপুরে ফের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলো৷ আপাতত পাঁচদিনের জন্য এই নিষেধাজ্ঞা বলে মণিপুরের স্বরাষ্ট্র দফতরের যুগ্মসচিব ড. এমভি সিং জানিয়েছেন৷

রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বলা হয়েছে, সমাজবিরোধীরা সমাজ মাধ্যমকে ব্যবহার করে নানা রকমের ছবি, ঘৃণ্য বক্তব্য বা আপত্তিকর ভিডিয়ো ছড়িয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা মারাত্মক ভাবে বিঘ্নিত করতে পারে৷ মোবাইল সার্ভিস, এসএমএস সার্ভিস বা ডঙ্গল সার্ভিস ব্যবহার করেও রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে৷ ওই সব আশঙ্কার কথা চিন্তা করেই আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যে ইন্টারনেট পরিষেবা ও মোবাইল ডেটা সার্ভিস বন্ধ রাখা হচ্ছে৷

মঙ্গলবার বিকাল তিনটা থেকেই এই নির্দেশ কার্যকর করা হয়েছে ড. সিং জানিয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker