NE UpdatesHappenings
মণিপুরের মুখ্যমন্ত্রীর সই জাল করে ধৃত ৩
৩ জুন: মণিপুরের মুখ্যমন্ত্রীর সই নকল করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল ইম্ফল পুলিশ। জওহরলাল নেহেরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (জেএনআইএমএস) -এর সঞ্চালক ডা: টিএইচ ভিমো’র দায়ের করা এজাহারের ভিত্তিতেই মঙ্গলবার এদের গ্রেফতার করা হয়।
ইম্ফল পূর্ব জেলার পুলিশ সুপার যোগেশচন্দ্র হাওবিজাম জানান, ইনস্টিটিউটের সঞ্চালক ভিমো’র উদ্দেশে লেখা এক চিঠিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সই জাল করেছিল এই তিন অভিযুক্ত। এতে জেএনআইএমএস – এ স্টাফ নার্স নিয়োগ ইস্যুতে মুখ্যমন্ত্রীর পরামর্শ সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ ছিল।
পুলিশ সুপার আরও জানান, মঙ্গলবার নংথমবাম ইবোমচা সিংহ (৪৭), নিঙ্গুই কেইসিং (৬৬) ও খইনাইজাম দ্বিজেন সিংহ এই তিন অভিযুক্তকে আদালতেও সোপর্দ করা হয়। পরে কোর্ট তিনজনকে তিনদিন পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দেয়।