Barak UpdatesHappeningsBusiness
মঙ্গলবার সকালে রক্তদান সচেতনতায় মোটর সাইকেলে মিছিল
ওয়েটুবরাক, ১৩ ফেব্রুয়ারিঃ ‘হর ঘর রক্তদাতা’ বা ‘ঘরে ঘরে রক্তদাতা’ কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার শিলচরে মোটর সাইকেল মিছিলের আয়োজন করেছে ফেডারেশন অব ব্লাড ডোনার অর্গানাইজেশনস অব ইন্ডিয়া এবং বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনারস ফোরাম। সকাল সাতটায় ডিএসএ-র সামনে থেকে এই মিছিলের সূচনা হবে। ফেডারেশনের সাধারণ সম্পাদক অপূর্বকুমার ঘোষ এবং কাছাড় ক্যানসার হাসপাতালের ডিরেক্টর, পদ্মশ্রী রবি কান্নান মিছিলের পুরোভাগে থাকবেন।
আয়োজকরা জানিয়েছেন, ১৪ ফেব্রুয়ারি দিনটিকে কেউ পালন করেন ভ্যালেন্টাইন ডে হিসেবে, কেউ পালন করেন পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের হাতে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধাসূচক শহিদ দিবস হিসাবে। যারা যে উদ্দেশেই দিনটিকে উদযাপন করুক না কেন, রক্তদানের মাধ্যমেই নিহত জওয়ানদের প্রতি উপযুক্ত শ্রদ্ধা জানানো যায়, আবার ভ্যালেন্টাইন বা ভালোবাসার মানুষটির মঙ্গল কামনায় কোনও মুমূর্ষু রোগীর উদ্দেশে এক ইউনিট রক্ত দেওয়া যেতে পারে। মঙ্গলবারের মোটর সাইকেল মিছিল থেকে এই বার্তাও সমাজে ছড়িয়ে দেওয়া হবে।