Barak UpdatesHappeningsBreaking News
মকপোলের ভিডিয়ো করা ঠেকাতে পারেননি, পাথারকান্দিতে প্রিসাইডিং অফিসার সাসপেন্ড
ওয়েটুবরাক, ৩০ এপ্রিল : অসমের করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থীর পক্ষে এক ব্যক্তির পাঁচটি ভোটদানের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হওয়ায় চাকরি থেকে সাসপেন্ড হলেন প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা নজমূল হক তাপাদার। রিটার্নিং অফিসার তথা জেলাশাসক মৃদুল যাদব জানান, ভিডিয়োটি ভোটগ্রহণ শুরু হওয়ার আগে তোলা৷ ভোটগ্রহণ শুরুর আগে সকল প্রার্থীর এজেন্টদেরই এ ভাবে বোতাম টিপে ইভিএম পরীক্ষার সুযোগ (মকপোল) দেওয়া হয়৷ পরে সে সব ভোট ফেলে দিয়েই ভোটগ্রহণ শুরু হয়৷ কিন্তু পাথারকান্দির নয়াডহর এলপি স্কুল ভোটকেন্দ্রে শুধু মকপোল হয়নি, মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করে আব্দুল শহিদ নামে এক পোলিং এজেন্ট ভিডিয়ো তুলে তা সমাজমাধ্যমে পোস্ট করেছে৷ ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া বা ভিডিয়ো করায় বাধা দেননি বলেই প্রিসাইডিং অফিসার তাপাদারকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে৷ তবে পর্যবেক্ষকের উপস্থিতিতে সংশ্লিষ্ট সকলের বক্তব্য শুনে ওই ভোটকেন্দ্রের ভোট নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই বলেই জানান রিটার্নিং অফিসার যাদব৷৷