Barak UpdatesHappeningsBreaking News
মউ, একমাসের মধ্যে শুরু হবে রাধারমণ ক্যান্সার হাসপাতালের নির্মাণকাজ
ওয়েটুবরাক, ৩১ জুলাই : গত এক বছরের অধিক সময় ধরে বারইগ্রামে রাধারমণ ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা নিয়ে দুই কমিটি বার কয়েক আলোচনায় বসার পর রবিবার ভূমি হস্তান্তর ও হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে মউ স্বাক্ষর হয়। এই হাসপাতাল তৈরির পর শিলচর থেকে নিয়মিত চিকিৎসক এসে রোগীর পরীক্ষা নিরীক্ষা করবেন৷ তাছাড়া হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা থাকবে। এতে স্থানীয় নাগরিকদের পাশাপাশি করিমগঞ্জ জেলা, ত্রিপুরা সহ অন্যান্য এলাকার রোগীরাও উপকৃত হবেন।
আশ্রমের ভূমিতে রাধারমণ ক্যান্সার হাসপাতালকে পূর্ণাঙ্গ রূপ দিতে বারইগ্রাম এলাকার নাগরিকদের এগিয়ে আসতে হবে, প্রভুর নামাঙ্কিত ক্যান্সার হাসপাতাল করিমগঞ্জ জেলার নিদর্শন হবে বলে নিজের অভিমত ব্যক্ত করেন কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির চেয়ারম্যান ডা: সুজিত নন্দী পুরকায়স্থ। তিনি বলেন, এই চুক্তির ফলে এটাই প্রমাণ হয়েছে, প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউ শুধু ধর্ম প্রচারই নয়, মানব সেবায় উদ্বুদ্ধ করে গিয়েছেন তাঁর শিষ্যদের।
কাছাড় ক্যান্সার হাসপাতালের সম্পাদক নীল মাধব দাস জানান, বারইগ্রামের প্রস্তাবিত রাধারমণ ক্যান্সার হাসপাতালের ভূমিতে কিছুদিনের মধ্যে মাঠি ভরাটের কাজ শুরু হবে ।
আশ্রম কমিটির সম্পাদক তরুণ চৌধুরী বলেন,
কাছাড় ক্যান্সার হাসপাতাল সমিতির সঙ্গে বারইগ্রাম শ্রীশ্রী গোপাল জিউ, শ্রীশ্রী রাধা বিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রম কমিটির এক যৌথ ভূমি হস্তান্তর ও বারইগ্রামে প্রস্তাবিত রাধারমণ ক্যান্সার হাসপাতালের নানা বিষয়ের লিখিত সাক্ষর পর্ব সুন্দর সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে । তাঁর কথায়, “আমরা গর্বিত যে,
প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর নামে মানব সেবার আর একটি পালক যুক্ত হলো । “মানব সেবাই ঈশ্বরের সেবা বলে মন্তব্য করেন
ক্যান্সার হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডা. সত্য রঞ্জন ভট্টাচার্য৷
আশ্রম কমিটির সভাপতি সুনীল পাল বলেন, প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউ সনাতন ধর্মের প্রচার প্রসার করার সঙ্গে মানকল্যাণে নানা সেবা মূলক কাজের যে সূচনা করে গিয়েছিলেন তা আজও চালিয়ে যাচ্ছেন শিষ্যরা। সেই সেবামূলক ধারা বজায় রাখতে গিয়েই আশ্রম পরিচালন কমিটি এবার কাছাড় ক্যান্সার হাসপাতালকে এক খন্ড ভূমি হস্তান্তর করল৷
সমাজ সেবিকা শিখা দে আশাবাদী, বারইগ্রামকে কেন্দ্র করে ৫০ কিলোমিটার এলাকা জুড়ে মানুষ মিনি ক্যান্সার হাসপাতাল থেকে উপকৃত হবেন । এর সুফল পাবে ত্রিপুরা ও মিজোরাম রাজ্য, এমন কি বাংলাদেশও৷ সেই দিকে লক্ষ্য রেখে এই হাসপাতাল তৈরির কথা আগেই ঘোষণা করেছিলেন পদ্মশ্রী ডা: রবি কান্নান । শিখা আশাবাদী, আগামী বছর দুয়েকের মধ্যেই আশ্রমের দানকৃত ভূমিতে হাসপাতাল তৈরি করে মানুষের সেবা শুরু হবে ।
কোষাধ্যক্ষ কৌশিক দে বলেন, প্রভুর সময় বারইগ্রাম প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে ভূমি দিয়েছিলেন । পরবর্তীতে রাধারমণ এম ই স্কুল সহ সঙ্গীত বিদ্যালয় গড়ে তোলা হয় ।
এদিনের ভূমি হস্তান্তর পর্বে কাছাড় ক্যান্সার হাসপাতালের পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সম্পাদক স্বপন কুমার ঘোষ, মালবিকা সেন, পরিতোষ দত্ত, গভর্নিং বডির সদস্য নীলাভ মজুমদার(মৃদুল), নীহারেন্দু পুরকায়স্থ, বিরাজ নাথ, অধ্যাপক দেবমাল্য ঘোষ প্রমুখ।
আশ্রম কমিটির পক্ষে ছিলেন সহ সভাপতি সত্য রায়, প্রচার সম্পাদক কার্তিক পাল, বাদল পাল ও ডা. দুর্বাদল দাস, মনীন্দ্র কুমার দাস, রঞ্জিত রায়, অলোক রায়, বাসন্তী দে, দীপা রায়, সুব্রত দেব, প্রবাল দাস।