Barak UpdatesHappeningsBreaking News
নেট্রিপের সামনে জমায়েত নিষিদ্ধ, ভোট গননার প্রেক্ষিতে কাছাড়ে ১৪৪ ধারা জারি
ওয়েটুবরাক, ২৯ এপ্রিল: আগামী ২ মে কাছাড় জেলার সাতটি বিধানসভা আসনের ভোট গণনার পরিপ্রেক্ষিতে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারার অধীনে ভোটগণনা কেন্দ্র উধারবন্দের নেট্রিপ এলাকায় বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছেন।
লাঠিগ্রাম তেমাথা থেকে নেট্রিপ পর্যন্ত রাস্তার ৫০০ মিটার এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। বৈধ ছাড়পত্র ছাড়া সেখানে গাড়ি নেওয়া যাবে না। ওই এলাকায় কোনও হকার অথবা দোকান বা গাড়ি পার্ক করা যাবে না। ঝাপিরবন্দের নেট্রিপ ক্যাম্পাস বা সংলগ্ন এলাকায় বৈধ ছাড়পত্র ছাড়া চার বা ততোধিক ব্যক্তির জমায়েত করা চলবে না। কেউ কোনও ধরণের গুজব ছড়িয়ে জনসাধারণের জীবন ও সম্পত্তির ক্ষেত্রে হুমকিস্বরূপ কোনও ধরনের প্রয়াস কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। পটকা বা এ ধরণের বিকট শব্দ উদ্রেককারী কোনও সামগ্রীর ব্যবহার, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
কোনও ব্যক্তি বা দলগতভাবে কেউ যে কোনও ধরনের অস্ত্র, বন্দুক, খেলনা, পিস্তল, লাঠি, দা বা এ ধরনের কোনও সামগ্রী বহন করতে পারবেন না, কোনও ব্যক্তি বা রাজনৈতিক দল বিনা অনুমতিতে লাউডস্পিকার, মাইক্রোফোন ইত্যাদি ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট গণনার পর বিজয় মিছিল করা চলবে না। রিটার্নিং অফিসারের কাছ থেকে ভোটের সার্টিফিকেট নেওয়ার সময় জয়ী প্রার্থীর সঙ্গে দুইজন প্রতিনিধির বেশি কেউ থাকতে পারবেন না বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই আদেশ আজ থেকে বলবৎ করা হয়েছে এবং পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে তথ্য ও জনসংযোগ বিভাগের শিলচর আঞ্চলিক কার্যালয় থেকে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।