India & World UpdatesHappeningsBreaking News
ভোটের সময়সীমা বেঁধে দিলেন ইউনুস

ওয়েটুবরাক, ২৬ মার্চ: অবশেষে জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। জানিয়ে দিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই ভোট হবে দেশে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্রমাগত সরকারের উপরে চাপ বাড়াচ্ছিল বাংলাদেশের সেনা। সেনাপ্রধান ওয়াকার-উজ জামান হুঁশিয়ারি দিয়েছিলেন, এমন কিছু করবেন না যাতে আইনশৃঙ্খলা রক্ষার ভার কাঁধে তুলে নিতে বাধ্য হয় সেনা। ফলে বিশ্লেষকরা বলছেন, সামরিক শাসনের ভয়েই এবার ভোটের সময়সীমা বেঁধে দিলেন ইউনুস।
মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। তিনি জানান, “চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এর জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। আমরা আশা করছি এবার বিভিন্ন রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ, উদ্দীপনা নিয়ে ভোটের জন্য তৈরি হবে।”
ছাত্র আন্দোলনের কথা তুলে ধরে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হল। সব সময় মনে রাখতে হবে, আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব শুনলেই তার সূত্রের সন্ধান করুন। গুজব অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমরবিশারদ এই গুজবের পিছনে দিনরাত কাজ করছেন। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দেব না।” সরাসরি আওয়ামি লিগের নাম না নিলেও ইউনুস বলেন, “তারা এই ঐক্য ভাঙতে চায়। তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না। আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গিয়েছেন। আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে। পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে।”