NE UpdatesAnalyticsBreaking News
ভোটের মুখে নগদ ১৯ কোটি, ৩১.৮ কোটির মদ বাজেয়াপ্ত, জানাল কমিশন
গুয়াহাটি, ৬ মে ঃ সারা দেশের ৯৪টি লোকসভা কেন্দ্রের সঙ্গে মঙ্গলবার আসামের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্বচ্ছ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত করাতে নির্বাচন কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল জানিয়েছেন, ৪টি নির্বাচনী কেন্দ্র এলাকায় ফ্লায়িং স্কোয়াডের মাধ্যমে প্রচুর পরিমাণ নগদ অর্থ, মদ ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। সঙ্গে কিছু নির্বাচনী আচরণ-বিধি ভঙ্গের অভিযোগের কথাও জানিয়েছেন তিনি।
মুখ্য নির্বাচন আধিকারিক জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের মোট ২২১টি অভিযোগ পেয়েছে কমিশন। এই ২২১টির মধ্যে ২০৯টি কমিশন নিষ্পত্তি করার পাশাপাশি ১২টি অভিযোগ গুরুতর বলে জানান তিনি। আরও বলেন, ৪টি কেন্দ্রের নির্বাচনী খরচ পর্যবেক্ষণ বিভাগ সোমবার সকাল ৯টা পর্যন্ত ২০৯.৭ কোটি টাকা মূল্যের নগদ অর্থ, মদ, ড্রাগস ও মূল্যবান অলঙ্কার ইত্যাদি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে ফ্লায়িং স্কোয়াড শুধুমাত্র ১৯.১ কোটি টাকা নগদ অর্থ জব্দ করেছে।
অন্যদিকে, ৩১.৮ কোটি টাকা মূল্যের মোট ৮.২৬ লক্ষ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া ১২৯.৫ কোটি টাকা মূল্যের ড্রাগস ও নেশাযুক্ত দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশাপাশি ৩২টি অস্ত্রও কমিশন জব্দ করেছে বলে উল্লেখ করেছেন নির্বাচনী আধিকারিক।