Barak UpdatesHappeningsBreaking News
ভোটদানের মাধ্যমেই তিন অভিভাবক প্রতিনিধি বাছাই হল কলেজিয়েট স্কুলে
ওয়ে টু বরাক, ৩০ অক্টোবর : ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে রবিবার শিলচর কলেজিয়েট স্কুলের পরিচালন সমিতির জন্য তিনজন অভিভাবক বাছাই সম্পন্ন হয়েছে। নির্বাচিত এই তিন অভিভাবক হলেন সুব্রত রায়, পিঙ্কু দেব ও অনুপম নাথ।
এ দিন সকালে ম্যাজিস্ট্রেট হিমশ্রী ডেকার আহ্বানে স্কুল চত্বরেই সভা শুরু হয়। প্রথমে অভিভাবকরা স্কুলের একাধিক সমস্যার ওপর আলোকপাত করেন। ক্রমান্বয়ে ম্যাজিস্ট্রেট অভিভাবকদের কাছে প্রতিনিধির নাম প্রস্তাবের অনুরোধ জানান। সবার সম্মতিতেই স্থির হয়, প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও হাই লেভেল থেকে একজন করে প্রতিনিধি মনোনীত করা হবে। কিন্তু প্রতিক্ষেত্রে একের বেশি প্রার্থী হওয়ায় শেষমেশ ভোটাভুটিতেই যেতে হয়।
প্রাথমিক সেকশনে মোট ৪ জন প্রার্থীর মধ্যে ২৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন সুব্রত রায়। বাকি তিন প্রার্থীর মধ্যে বিশ্বজিত ভট্টাচার্য পেয়েছেন ২৬, লিপিকা রায় ১৮ ও দিলদার হোসেন লস্কর ১০টি ভোট। ঊচ্চ প্রাথমিক সেকশনে ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন পিংকু দেব। এই ক্যাটেগরিতে ৭ জন প্রার্থীর মধ্যে বাকিরা পেয়েছেন নাজরিন লস্কর ৮৬, ভাস্কর দাস ৭০, প্রিয়াংকি কর ৪৫, অর্পিতা ভট্টাচার্য ১৯, তাপসী রায় ১২ এবং রুহুল আমিন চৌধুরী ৭টি ভোট। তবে হাই ক্যাটেগরিতে সত্যগোপাল দাস নাম প্রত্যাহার করে নেওয়ায় অনুপম নাথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এ দিন স্কুলের অ্যাডহক কমিটির জন্য প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষ হতে বিকেল ৫টা বেজে যায়। জানা গেছে, এ দিন অভিভাবকদের একাংশ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠন হওয়া অ্যাডহক কমিটিকে অবৈধ উল্লেখ করে এই নির্বাচন প্রক্রিয়া বয়কট করেছিলেন। প্রসঙ্গত, কমিটির জন্য তিনজন শিক্ষক প্রতিনিধি আগেই বাছাই করা হয়েছে। এরা হলেন বিশ্বজিত দত্ত, শর্মিলা দাস ও সুদীপ্তা বিশ্বাস।