ওয়েটুবরাক, ২৩ এপ্রিল : করিমগঞ্জ জেলার নির্বাচনের গণনা সংক্রান্ত এক সভা ২৬ এপ্রিল অর্থাৎ সোমবার জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে । এদিন বেলা এগারোটায় সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ইলেকশন এজেন্টদের নিয়ে এই সভা হবে । করিমগঞ্জের জেলাশাসক আনবামুথান এমপি সব প্রার্থী ও তাদের ইলেকশন এজেন্টদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন বলে জেলা জনসংযোগ জানিয়েছে।
error: Content is protected !!