NE UpdatesBarak UpdatesHappenings

ভৈরবী থেকে নিরাপদে ফিরে এল কোভিড-পরবর্তী প্রথম ট্রেন

ওয়েটুবরাক, ১২ সেপ্টেম্বর : শনিবার নিরাপদে   ঘুরে এল শিলচর-ভৈরবী-শিলচর ট্রেন৷ দেড় বছর পর মিজোরাম ফের রেললাইনে যুক্ত হল। যুক্ত হল অসমের হাইলাকান্দি জেলাও। করোনা পর্বের পর শুক্রবার শিলচর থেকে হাইলাকান্দি হয়ে প্রথম ট্রেন মিজোরামের ভৈরবীতে পৌঁছায়।

Rananuj

একই ভাবে জিরিবাম-শিলচর ট্রেন চালু করে ২৯ অগস্ট মণিপুরকে আবারও রেললাইনে যুক্ত করা হয়েছিল। আগামী বছর সে রাজ্যে বিধানসভার নির্বাচন। তাই একে ঘিরে কম আনুষ্ঠানিকতা ছিল না। দিল্লি থেকে ইম্ফলে ছুটে গিয়েছিলেন রেল প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল দানভে। শুক্রবার ভৈরবীর উদ্দেশে প্রথম ট্রেন ছুটল অনানুষ্ঠানিক ভাবেই। ভৈরবী থেকেও শনিবার ভোরে শিলচরের উদ্দেশে রওয়ানা হয় অন্য ট্রেনের মতোই গার্ডের সংকেত পেয়ে।

বর্তমানে ওই রুটে সপ্তাহে দুদিন ট্রেন চালানো হবে। শিলচর থেকে যাবে শুক্র ও মঙ্গলবার। পরদিন ভৈবরী থেকে ফিরে আসবে। এসইউসিআই-র দাবি, দৈনিক দুই জোড়া ট্রেন চালানো হোক ওই রুটে। কারণ অসমের দক্ষিণ হাইলাকান্দি এবং মিজোরামের প্রান্তিক অঞ্চলের মানুষ যানবাহনের সমস্যায় ভোগেন। এর চেয়ে বড় কথা, প্রতিদিন ট্রেন থাকলে কম খরচে তারা শিলচর থেকে কাজ সেরে ফিরে আসতে পারবেন। এসইউসিআই শুক্রবার লালা রেলস্টেশনের সামনে বিক্ষোভ দেখায়৷

আশঙ্কার কথা দুই রাজ্যের সীমাবিবাদ৷ আগস্টের শেষ সপ্তাহেও উত্তেজনা বেড়ে যাওয়ায় একদল জনতা হাইলাকান্দি জেলার মহম্মদপুরে ট্র্যাকের ক্ষতিসাধন করেছিল৷ তা সারাই করেই ট্রেন চলা শুরু শিলচর-ভৈরবী-শিলচর৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker