NE UpdatesAnalyticsBreaking News
ভেঙে ফেলা হচ্ছে বিধায়ক আবাস, ৫০ হাজার টাকা ঘরভাড়া বিধায়কদের
২০ জুলাই : দিসপুরের বিধায়ক আবাসে থাকা আসাম টাইপের ঘরগুলো ভেঙে ফেলা হবে। আগে ২০ জুলাইয়ের মধ্যে বিধায়কদের আবাস খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এ বার সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে। অর্থাৎ বিধানসভা সচিবালয় আরও এক সপ্তাহ অপেক্ষা করবে।
জানা গেছে, বিধায়ক আবাসের আসাম টাইপের ঘরগুলোর স্থানে নির্মাণ করা হবে ১০ তলার ভবন। বিধায়কদের জন্য দুটো ভবন ও বিধায়কের কর্মীদের জন্য একটি ভবন নির্মাণ করা হবে। আগামী সেপ্টেম্বর মাস থেকেই নির্মাণ কাজ শুরু হবে। তিন বছরের মধ্যে এই নির্মাণ কাজ শেষ করে বিধায়কদের হাতে ঘর তুলে দেওয়া হবে। এই সময়ের মধ্যে প্রত্যেক বিধায়ক ৫০ হাজার টাকা করে ঘরভাড়া বাবদ পাবেন। বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিত দৈমারি এ কথা জানিয়েছেন।