NE UpdatesHappeningsBreaking News
ভূমিহীন আদিবাসীদের জমি দেওয়া হবে, সিদ্ধান্ত মন্ত্রিসভার
ওয়েটুবরাক, ১১ জুনঃ ভূমিহীন আদিবাসীদের জমি দেওয়ার ব্যাপারে শনিবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অসম মন্ত্রিসভা। ১৯৯২ সাল থেকে এ সংক্রান্ত আবেদন জমে এখন তা দাঁড়িয়েছে ১০৩৭-এ। সদ্ভাবনা প্রজেক্টে তাদের সবাইকে জমি দেওয়া হবে।
হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভার ৫০-তম বৈঠকটি এ দিন তেজপুরে অনুষ্ঠিত হয়৷ তাতে বেশ কিছু সড়ক-সেতু নির্মাণের সিদ্ধান্ত হয়৷ এর মধ্যে রয়েছে সুবণসিড়ি নদীর ওপর ২৪০০ মিটার সেতুও৷ এ জন্য ব্যয় নির্ধারিত হয়েছে ৩৮৩ কোটি ৬৭ লক্ষ টাকা৷ লখিমপুর জেলার ঘুণাসূতিতে এই সেতু নির্মিত হলে লখিমপুর শহর ও বেবেজিয়া সড়কপথে যুক্ত হবে৷ তাতে লখিমপুর, ধেমাজি ও মাজুলির মানুষ উপকৃত হবেন৷ লখিমপুর ও ঢকুয়াখানার মধ্যে দূরত্ব কমবে প্রায় ২০ কিমি৷
এ ছাড়া, পাগলাদিয়া নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রস্তাবেও মন্ত্রিসভা অনুমোদন জানিয়েছে৷ ২৪৭ কোটি ৯০ লক্ষ টাকা এর ব্যয় ধরা হয়েছে৷ এটি কুমারীকাটা ও নয়াবস্তিকে সরাসরি যুক্ত করবে৷
বীর লাচিত ফুকনের ৪০০ শত জন্মবার্ষিকীতে সরকার গুয়াহাটিতে একটি রণস্মৃতি ক্ষেত্র তৈরিরও সিদ্ধান্ত নিয়েছে৷