NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
ভূমিপুত্র মুসলিমদের চিহ্নিত করতে এনআরসির ধাঁচে বেসরকারি সুমারি!
ওয়েটুবরাক, ১১ এপ্রিল: অসমে মুসলিমদের জন্য মিনি এনআরসি প্রক্রিয়া শুরু হতে চলেছে। জনগোষ্ঠীয় সমন্বয় পরিষদের উদ্যোগে শুরু হচ্ছে এই কাজ। পরিষদ ঘোষণা করেছে, পূর্ববঙ্গীয় মুসলিমদের জন্য অসমের স্থানীয় গরিয়া, মরিয়া ও দেশি মুসলিমদের অস্তিত্ব বিপন্ন। মুসলিম হলেই অনুপ্রবেশকারী বলা হচ্ছে। অথচ আহোমদের সঙ্গে হাত মিলিয়ে অসমিয়া মুসলিমরাও মুঘলদের বিরুদ্ধে লড়েছিল। বিজেপি সরকার ভূমিপুত্র মুসলিমদের সাহায্য ও নিরাপত্তায় তেমন কোনও ব্যবস্থা নেয়নি। কারা প্রকৃত অসমিয়া মুসলিম, সেই সুমারির ব্যবস্থাও হয়নি। তাই পরিষদের উদ্যোগে ভূমিপুত্র মুসলিমদের অস্তিত্ব রক্ষায় শুরু হবে এই জরিপ।
বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি মুমিনুল আওয়াল জানান, জরিপ প্রক্রিয়া হবে এনআরসির মত অনলাইনে। www.jspacensus.com ওয়েবসাইটে গিয়ে তিনটি ভূমিপুত্র সংখ্যালঘু জনগোষ্ঠীকে আবেদন জানাতে হবে ১৫ জুলাইয়ের মধ্যে। আবেদনপত্রে ভুল থাকলে মেসেজ করা হবে। তা সংশোধন করার সুযোগ মিলবে। আবেদন পরীক্ষার পরে খসড়া তালিকা প্রকাশিত হবে। এরপর সংশোধনী, আপত্তি জানানো, নাম কর্তনের পুরো প্রক্রিয়া হবে এনআরসির মতো। বিভিন্ন আপত্তি-আবেদন নিয়ে সার্কল পর্যায়ে শুনানির ব্যবস্থাও হবে। চূড়ান্ত তালিকায় নাম থাকা ব্যক্তিদের দেওয়া হবে পরিচয়পত্র।