NE UpdatesHappeningsBreaking News
ভুল এনকাউন্টার ! মাটি খুঁড়ে তোলা হলো দেহ, সিআইডি তদন্তের নির্দেশ
ওয়েটুবরাক, ২৮ ফেব্রুয়ারি: আসামের ওদালগুড়ি জেলার রৌতা এলাকায় নিহত ডাকাতের পরিচয়-বিভ্রাট নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বৃহস্পতিবার রাতে ডাকাতদলের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক ডাকাতের মৃত্যু হয়। উদ্ধার হয় পিস্তল। মৃত ডাকাত কেনারাম বসুমাতারি বলে জানিয়ে বিবৃতি দেয় পুলিশ। ময়নাতদন্তের পরে তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শেষকৃত্যের পরে দেহ কবর দেওয়া হয়। কিন্তু পরে ডিম্বেশ্বর মুশাহারি নামে এক ব্যক্তির স্ত্রী দাবি করেন, পুলিশের গুলিতে কেনারাম নয়, তাঁর স্বামী মারা গিয়েছেন। দেহ মাটি খুঁড়ে তুলে আনার পর ডিম্বেশ্বরের পুত্র জানান, মারা হয়েছে তাঁর বাবাকেই৷ পুলিশ তাঁর দাবি সম্পর্কে নিশ্চিত হতে এখন ডিএনএ টেস্ট করাতে পারে৷
এ দিকে, ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শর্মা ঘটনার সিআইডি তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য ডিজিপিকে নির্দেশ দেন।