NE UpdatesHappeningsBreaking News
ভুয়ো সংঘর্ষের অভিযোগে দায়ের জনস্বার্থ মামলা খারিজ
ওয়েটুবরাক, ২৯ জানুয়ারি : পুলিশের বিরুদ্ধে ভুয়ো সংঘর্ষে ধৃতদের গুলি করে হত্যার অভিযোগ এনে হাই কোর্টে গিয়েছিলেন আরিফ মহম্মদ ইয়াসিন জোয়াদ্দার নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, পিপলস লিবারেশন ফর সিভিল লিবার্টিজ এবং অন্যান্যরা বনাম মহারাষ্ট্র সরকার মামলার রায়ে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া নির্দেশিকা অসমে মেনে চলা হচ্ছে না। কিন্তু কোন কোন নির্দেশিকা সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে, তা আর বলতে পারলেন না। শুধু সংবাদ মাধ্যম ও পোর্টালের রিপোর্ট জুড়ে জনস্বার্থ সম্পর্কিত মামলা করায় তা খারিজ করে দিল গুয়াহাটি হাই কোর্ট।
অ্যাডভোকেট জেনারেল ডি শইকিয়া আদালতকে জানান, গত কয়েক মাসে যত পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু বা গুলিবিদ্ধ হয়ে জখম হওয়ার ঘটনা ঘটেছে, সবগুলির তদন্ত হচ্ছে, কোনও পুলিশ অফিসার দোষী সাব্যস্ত হলে তাঁকে শাস্তি পেতে হবে। শুনানিশেষে বিচারপতি সু্মন শ্যাম ও বিচারপতি সুস্মিতা ফুকন খাউন্দ বলেন, ১৭১টি এই ধরনের ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্তকার্য চলছে। তাই সরকার কিছু করছে না, এই অভিযোগ মেনে নেওয়া যায় না। এর ওপর, সত্যাসত্য বিচারের জন্য নিজে কোনও তথ্য তুলে ধরতে না পারলে জনস্বার্থ সম্পর্কিত মামলা দায়েরের যুক্তি থাকতে পারে না। গুয়াহাটি হাই কোর্ট পরে মামলাটি খারিজ করে দেয়।