Barak UpdatesHappeningsBreaking News

ভুবন মেলার উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল

ওয়ে টু বরাক, ১৭ ফেব্রুয়ারি : শুক্রবার বরাক উপত্যকা তথা দক্ষিণ আসামের ঐতিহ্যবাহী ভুবনতীর্থ মেলার শুভ উদ্বোধন করলেন আসাম সরকারের পরিবহন, আবগারি ও মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এ দিন তিনি আনুষ্ঠানিকভাবে কৃষ্ণপুর চরন মন্দিরের কাছে ভুবন মেলার রাস্তার পূন্যার্থীদের জন্য সাময়িকভাবে ফিতা কেটে উদ্বোধন করে মেলার সুচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে মন্ত্রী বলেন, ভুবন বাবার অশেষ কৃপায় এখন থেকে শ্রদ্ধালুদের অসুবিধার সম্মুখীন হতে হবে না। কারণ এখন ভুবন পাহাড়ের শিখরে উঠতে কষ্ট কম হবে। রাস্তার পর্যাপ্ত জায়গা থাকার জন্য উপরে উঠতে আগের চেয়ে সুবিধা হবে। তিনি সকল পূন্যার্থীদের পবিত্র মহা শিবরাত্রি উপলক্ষে ঐতিহাসিক ভুবন বাবার মন্দিরে দর্শনে স্বাগত জানিয়েছেন।

তিনি আরও বলেন, ইতিমধ্যে কৃষ্ণপুর রাস্তার কাজ দ্রুতগতিতে চলছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যাবে। আগামী দিনেও ভুবন বাবার স্থান উন্নতিকরনের জন্য সরকারের বিভিন্ন প্রকল্প চলছে। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি ও আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার প্রচেষ্টায় ভুবন বাবার মন্দির দর্শনে পূন্যার্থীদের জন্য রৌপ ওয়ে বানানো পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে বিস্তারিত প্রকল্প প্রতিবেদন বানানো চলছে। খুব শীঘ্রই কাজ আরম্ভ হবে। তিনি বলেন, ভুবন বাবার মন্দিরে নিকট উন্নতি করনে আসামের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা আরও ৫০ লক্ষ টাকা আনটাইড তহবিল থেকে মঞ্জুর করেছেন, যার কাজের অর্ডার ইতিমধ্যে হয়ে যাবে। তাছাড়াও এদিন মন্ত্রী ভুবন বাবার মেলা দর্শনে আসা পুণ্যার্থী দের সাহায্যার্থে মোতায়েন থাকা পুলিশ বাহিনী, আবগারি বিভাগ, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল সহ স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ জানান নিরলস সেবা কাজের জন্য।

এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়, ভুবন বাবা পুজা কমিটির সভাপতি সৌমেন দাস, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, আসাম রাজ্য কিষান মোর্চার সদস্য বাবলা সেন, পালংঘাট মণ্ডল বিজেপির সহ-সভাপতি বিভাষ দেব, কাছাড় জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণ জীবন দেবনাথ, কছাড় জেলা যুব মোর্চার সম্পাদক মহিতোষ তাঁতি, পালংঘাট মণ্ডল মহিলা মোর্চার সভাপতি দেবস্মিতা দেব, বিমান সিনহা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker